Status

100+ বসন্তের স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্তের শুভেচ্ছা ছন্দ

বসন্ত এসে গেছে বলে কি আপনি বসন্তের স্ট্যাটাস খুঁজছেন? যদি খুঁজে থাকেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসে পড়েছেন। এই আর্টিকেলে আপনি আপনাদের সাথে শেয়ার করব সেরা সকল বসন্তের স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্তের শুভেচ্ছা ছন্দ ও বসন্ত নিয়ে আরো অনেক কিছু। সাথে বসন্তের স্ট্যাটাস ছবিও পাবেন।

বাংলাদেশ ষড় ঋতুর দেশ। আর বসন্ত হলো সর্বশেষ ঋতু। শীতের পরে বসন্ত আসে। ফাল্গুন ও চৌত্র মাস মিলে বসন্তাকাল হয়। বাঙ্গালিরা অনেক আনন্দ উৎযাপনের সাথে বসন্ত ঋতুকে বরণ করে নেয়। শোভাযাত্রা, নতুন ফসল ঘরে তোলা, বসন্তে মেলার আয়োজন ইত্যাদি অনুষ্ঠান করা হয়।

আর বসন্ত শেষ হয়ে গেলে বৈশাখ মাস শুরু। অর্থাৎ বাংলা নতুন বছর বা নববর্ষ। বাংলা নতুন বছরকেও অনেক আনন্দের সাথে উৎযাপন করে বাঙালীরা। বসন্তের স্ট্যাটাসের মতোনও নতুন বছরে নববর্ষের শুভেচ্ছা স্ট্যাটাস দেয় তারা। তো এখন চলুন আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো দেখে নেওয়া যাক।

আর্টিকেলের বিষয়বসন্তের স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ
আর্টিকেলের ধরণস্ট্যাটাস
সর্বমোট স্ট্যাটাস১০০+
স্ট্যাটাস ছবিআছে

বসন্তের স্ট্যাটাস

প্রথমে আপনাদের সাথে শেয়ার করে নেই সেরা কিছু বসন্তের স্ট্যাটাস। স্ট্যাটাসগুলো পড়ে দেখুন আশা করছি এগুলো আপনার ভালো লাগবে। আর যে স্ট্যাটাসটি আপনার ভালো লাগবে সেটি কপি করে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম বা যেকোন সোসাল মিডিয়া প্লাটফর্মে স্ট্যাটাস হিসাবে দিতে পারবেন।

  • হাজার সুতোয় সুতোয় বোনা সাতরঙের ওই সেই শাড়ি টা! জড়িয়ে গায়ে যাতে আমার ভালবাসা জড়িয়ে দিলাম এনে! এসো মেয়ে সামনে এসো বসন্তের এই দিনে…
  • বসন্ত ঋতু ভালোবাসায় ভরপুর তুমি আর আমি ঘুরবো সারা দুপুর বসন্তের ফুল গুজে দেবো তোমার খোপায় ভালোবাসার এটাই তো সেরা সময়।
  • ধরণী আজ উঠিছে সাজি মনের দক্ষিণ দার খুলে দেবো আজি মাতাল হবো সুখে আজকে অনন্ত সার্থক হবে ফাগুন, সার্থক বসন্ত।
  • চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবানী শ্রবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ… অকারণ… সহি কি করে সখি রে… সখি রে… বল না তারে… ফাগুনের শুভেচ্ছা সবাই কে!!
  • প্রকৃতি সেজেছে আজ অপরূপ সাজে, মনের মাঝে একি সুর বাজে। শিমুলের বনে আজ লেগেছে আগুন, আজ কি তবে আবার এসেছে ফাগুন?
  • হি কি করে সখি রে… সখি রে… বল না তারে… মন মাতানো মহুয়া রঙ্গীন এ শীতল হাওয়ায় গানের সুরে নাচের তালে কোন আকাশে যায়। মন হারিয়ে যায় ও মোর মন হারিয়ে যায়।
  • মিঠে মিঠে বাতাসের দোল সহি কি করে সখি রে… সখি রে… বল না তারে…
  • হে বসন্ত, খনিকের মায়ায় যাসনে তুই চলে.. যদিও যাবি, যাস তুই আমায় একটু বলে। যাবার সময়, দিস আমায় তোর রঙের একটু খানি ছোয়া। দিবি কি আমায়?? আমি এই অল্প খানি চাই, সারাজীবন থাকবো আমি তোরই অপেক্ষায়।
  • আগুন ঝরা ফাগুন বাতাস সহি কি করে সখি রে… সখি রে… বল না তারে… মন মাতানো মহুয়া রঙ্গীন এ শীতল হাওয়ায় গানের সুরে নাচের তালে কোন আকাশে যায়। মন হারিয়ে যায় ও মোর মন হারিয়ে যায়। মিঠে মিঠে বাতাসের দোল সহি কি করে সখি রে… সখি রে… বল না তারে…
  • ভালবাসার এই অপেক্ষা সহি কি করে সখি রে… সখি রে… বল না তারে…
  • গলায় মালা হাতে বালা পায়ে গাঁদার মল মাথায় টিকলী কানের দুলে দুলবে গাঁদার ফুল। খোঁপার চুল বাঁধবো সখা কৃষ্ণচূড়ার লালে।
  • আমার চোখে বসন্ত দারুণ চৈত্রমাস চতুর্দিকে শিমূল-পলাশ কৃষ্ণচূড়ার ত্রাস।
  • তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা কোরো। আমি আবির নিয়ে আসছি, থেকো…
  • বৃষ্টি শেষে অবাক চোখে তাকিয়ে থাকা সাতরঙের ওই রামধনুটা নদীর ডাকে বলছে শোন… এসো মেয়ে সামনে এসো বসন্তের এই দিনে!!
  • আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুন্ঠিত কুন্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে। আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো, আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো, এই সংগীতমুখরিত গগনে তব গন্ধ করঙ্গিয়া তুলিয়ো। এই বাহিরভূবনে দিশা হারায়ে দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে। অতি নিবিড় বেদনা বনমাঝে রে আজি পল্লবে পল্লবে বাজে রে – দূরে গগনে কাহার পথ চাহিয়া আজি ব্যকুল বসুন্ধরা সাজে রে। মোর পরানে দখিন বায়ু লাগিছে, কারে দ্বারে দ্বারে কর হানি মাগিছে, এই সৌরভবিহবল রজনী কার চরণে ধরণীতলে জাগিছে। ওগো সুন্দর, বল্লভ, কান্ত, তব গম্ভীর আহবান কারে।
  • মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে। হেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে।
  • মানুষের মমতা আজ না থাক, হোক সে নির্দয় আর নাপাক। তাদের সকল প্রতিভা হোক সুপ্ত, তবু আজ বসন্ত। মানুষের হৃদয় আজ আনন্দে ভরে উঠুক, দুঃখগুলি সব ঝরে যাক। মানুষের মন হোক অনন্ত, আজ যে বসন্ত। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।
  • আগুন ঝরা ফাগুন বাতাস আগুন ঝরা ফাগুন বাতাস সাদা…কাল… লাল… নীল… মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে।
  • একটি কবিতা.. একটি পলাশ.. একটি কোকিল.. তুমি আর আমি.. সব মিলিয়ে আজ.. বসন্ত।
  • শীত গেলো গরম এল, পুকুরের পানি ময়লা হল। গরমের এখনো নুতন রুপ, নদীতে দিতে হবে ডুপ। ওরে আমার বন্ধু গন, তোমাদের গরমের নিমন্ত্রণ।
  • গাছে গাছে নতুন পাতা.. ফুল ফুটছে বেশ। সব পাখির মন খারাপ.. শিতের হল শেষ। নতুন রুপে,নতুন সাঁঝে.. নিভাবে মনের আগুন। তাইতো আজ প্রকৃতি জুড়ে।। বসন্তের ফাগুন।
  • ফুলের রানি,রূপের রানি, কোথায় তুমি যাও ? তোমার সাথে সঙ্গী করে.. আমায় নিয়ে যাও। কি সুন্দর হাসি তোমার.. মায়াবীতে ভরা… তোমায় পেলে সত্যি আমি.. হব দিশে হারা,, “শুভ বসন্ত”
  • ফুল ফুটলো রাশি রাশি, উদাস মনটা বেজাই খুশি। বসন্তের আগমনে, ফুল ফুটেছে সব বাগানে। তাই কোকিল গান করে, মনের টানে।
  • ধরনী আজ উঠিবে সাজি মনের দখিন দুয়ার খুলে দেব আজি মাতাল হবে সুখে আজকে অনন্ত স্বার্থক হবে ফাগুন, শুভ বসন্ত।
  • এ না হলে বসন্ত কিসের? দোলা চাই অভ্যন্তরে, মনের ভিতর জুড়ে আরো এক মনের মর্মর, পাতা ঝরা, স্বচক্ষে স্বকর্ণে দেখা চাঁদ, জ্যোৎস্নাময় রাতের উল্লাসে কালো বিষ। এ না হলে বসন্ত কিসের?
  • বসন্তের রঙ ছাপিয়েছে একুল আমের মুকুলে ভ্রমর খাচ্ছে দুল,, সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা……
  • বসন্তের আগমনে কোকিলের সুর, গ্রীষ্মের আগমনে রোদেলা দুপুর। বর্ষার আগমনে সাদা কাশফুল, এই দুপুরে তোমাকে দেখতে মন হলো বেকুল।
  • বসন্তের আগমনে রঙ্গীন হলো চারিদিক। কিন্তু আমি সেই সাদাকালোই রয়ে গেলাম।
  • পাখির ডাকে মুখরিত বসন্ত, রঙ্গিন ফুল চারিদিকে। দেখেই মন জুড়িয়ে যায়।
  • বসন্তের বিকেলে আজো মনে পড়ে তোমায়!!

বসন্ত নিয়ে ক্যাপশন

অনেকগুলো বসন্তের স্ট্যাটাস তো দেখে নিলেন। এবার চলুন কিছু বসন্ত নিয়ে ক্যাপশন দেখে নেই। সোসাল মিডিয়ায় ছবির সাথে এই ক্যাপশনগুলো ব্যবহার করতে পারবেন।

আপনি সমস্ত ফুল কেটে ফেলতে পারেন কিন্তু বসন্ত কে আসতে বেঁধে রাখতে পারবেন না।

পাবলো নেরুদা
  • বসন্ত কবির মতো রচে তার রম্য কাব্য খানি নবীন পল্ববে, ফুলে ফুলে।
  • বসন্ত মাস ভালোবাসায় ভরপুর তুমি আর আমি ঘুরবো সারা দুপুর বসন্তের ফুল গুঁজে দেবো তোমার খোঁপায় ভালোবাসার এটাই তো সেরা সময়।
  • দেখো বসন্তের বাতাস বইছে আজি এসো বসন্তের রঙে সাজি, আজ ঘুরে ফিরে চাইছে না যে আমার এ মনের মাঝি।
  • কত বসন্ত আসে কত বসন্ত যায় কত কোকিল পথ হারিয়ে কণ্ঠ থেমে যায় অবলীলায় শুধু আমি কোথাও যেতে পারলাম না তোমাকে ছেড়ে কোথাও না।
  • হয়তো ফুটেনি ফুল রবীন্দ্র সংগীতে যত আছে হয়তো গাহেনি পাখি অন্তর উদাস সুরে হয়তো কুসুম কলি ঘিরে আকাশে মেলিয়া আখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
  • গাছে গাছে নতুন পাতা.. ফুল ফুটছে বেস। সব পাখির মন খারাপ.. শীতের হলো শেষ। নতুন রুপে,নতুন সাজে.. নিভাবে মনের আগুন। তাইতো আজ প্রকৃতি জুড়ে। বসন্তের ফাগুন।
  • “ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত” – সুভাষ মুখোপাধ্যায়
  • “ফুল ফোটার মধ্য দিয়েই বসন্তের শুরু হয়” – অ্যালজারন চার্লস সুইনবার্ন
  • কিছু বলার প্রকৃত সময় হলো বসন্ত!!
  • “বসন্ত” সব কিছুতে নতুন জীবন ও সৌন্দর্য যোগ করে।
  • বসন্তের মধ্যে আমি ২৪ ঘন্টাই ১৩৬ ধরনের আবহাওয়া দেখতে পাই।
  • “আনন্দ ও উৎসাহে চলছে বসন্তের কাজ।” – জন মুর
  • “বসন্তে ফোটা প্রথম ফুল গুলি আমার হৃদয়ে সুর তোলে।” – এস ব্রাউন
  • “বসন্ত আমাকে আর এই বাড়িতে থাকতে দিবে না, আমাকে অবশ্যই বাইরে বেরিয়ে আসতে হবে এবং আবার বাতাসে গভীরভাবে শ্বাস নিতে হবে।” – গুস্তাভ মাহলার
  • “শীতের শেষের দিকে এবং বসন্তের প্রথম দিকে ফুলগুলি, তাদের আকারের তুলনায় খুব ভালোভাবে আমাদের হৃদয়ে স্থান দখল করে নেয়।” – এস উইস্টার
  • “আমি বসন্তের লক্ষণগুলি দেখতে জানালা দিয়ে বাইরে তাকালাম। আকাশ অনেক নীল, গাছগুলি অনেক উদীয়মান এবং সূর্য খুব উজ্জ্বল ছিল।” মিল্লার্ড কাউফম্যান
  • “শীতের তীব্র শীতে কাউকে পাওয়ার জন্য বসন্তের আগমনের প্রতিশ্রুতিই যথেষ্ট।” – জেন সেলিনস্কি
  • “বসন্ত আসবে এবং সুখও আসবে। অপেক্ষা কর, জীবন অনেক সুন্দর হবে।” – অনিতা ক্রিজান
  • বন্ধুরা, বসন্ত এসে গেছে; পৃথিবী খুশিতে সূর্যের আলিঙ্গন গ্রহণ করেছে এবং আমরা শীঘ্রই তাদের প্রেমের ফলাফলগুলি দেখতে পাব।
  • “লোকেরা আমাকে জিজ্ঞেস করে যে, শীতকালে আমি কী করি যখন বেসবল থাকে না। আমি বলিঃ আমি জানালার দিকে তাকিয়ে বসন্তের জন্য অপেক্ষা করি।” – রজার হরণস্বয়

বসন্তের শুভেচ্ছা ছন্দ

চলুন এবার কিছু বসন্তের শুভেচ্ছা ছন্দ দেখে নেই। আপনারা যারা বসন্তের শুভেচ্ছা ছন্দ খুঁজছেন তাদের কাছে এই ছন্দগুলো ভালো লাগবে বলে আশা করছি।

  • উদাস দুপুরে রাগ বসন্ত। গাইবে সোনালী চিল।
  • বসন্ত তো আবার আসবে পঞ্চমীর ওই সুরে। মাঝের দুরুত্ব শ দুয়েক কিলোমিটার মিশে আছে রোদ্দুরে!! মনের ঘরে অঞ্জলি রোজ…. পাটভাঙা জামদানি পাঞ্জাবির ওই হলুদ ছুঁয়ে লালে মিশিয়েছি আমি…
  • তোমার জন্য সিন্ধুর নীল আরো হবে সপ্নীল। উদাস দুপুরে রাগ বসন্ত গাইবে সোনালী চিল তোমার যত ভুল সব নিমিষে হবে ফুল। তবু ভালবাসি শুধু তোমায় নিশিদিন সারাবেলা।
  • কিসের ফাগুন হ্যাঁ? তোমায় দেখতে পেলেই তো আমার বসন্ত রোজ।
  • বসন্ত বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিলো নেশা কারা যে ডাকিলো পিছে, বসন্ত এসে গেছে!!
  • তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি! বসন্ত কালে তোমায় বলতে পারি নি…
  • যার কোকিল আছে তারই বসন্ত। ফুল ফুটুক আর না ফুটুক ব্যাপার না। শাহবাগ মোড়ে ১২ মাস গাদিগাদি ফুল পাওয়া যায়, কোনো সমস্যা নাই।
  • জানি বসন্ত এসে গেছে!! জারুলেরা ছেয়ে গেছে!! মেঘ রোদ্দুর আসমানে তোমার মনের মাঝখানে জীবনে। এমন অনেক কাক আসুক, প্রেম আসুক, ঠিকঠাক মনে মন পড়ে থাক। কারণ বসন্ত এসে গেছে! শুভ বসন্ত সবাইকে!
  • তুমি সব ফুল ছিড়ে ফেলতে পারো কিন্তু বসন্ত আসবেই, তুমি তাকে কখনো ঠেকাতে পারবেনা….
  • বসন্ত নয় আমার দরজায় প্রথম কড়া নেড়েছিলো অবহেলা।

বসন্তের স্ট্যাটাস ইংরেজিতে

এবার চলুন ইংরেজি কিছু বসন্ত স্ট্যাটাস দেখে নেই। আপনার যারা ইংরেজিতে স্ট্যাটাস দিতে পছন্দ করেন তারা এসকল স্ট্যাটাস থেকে পছন্দের কোন স্ট্যাটাস বেছে নিতে পারেন।

  • Blossom by blossom the spring begins.
  • Spring is nature’s way of saying, ‘Let’s Party!’
  • Spring flowers are nature’s most fragrant charms.
  • Spring is when you feel like whistling, even with a shoe full of slush.
  • Spring makes its own statement, so loud and clear that the gardener seems to be only one of the instruments, not the composer.
  • The flowers of late winter and early spring occupy places in our hearts well out of proportion to their size.
  • What a strange thing! to be alive beneath cherry blossoms.
  • The first blooms of spring always make my heart sing.
  • In springtime, love is carried on the breeze. Watch out for flying passion and kisses whizzing by your head.
  • A little Madness in the Spring Is wholesome even for the King.
  • If people did not love one another, I really don’t see what use there would be in having any spring.
  • Spring won’t let me stay in this house any longer! I must get out and breathe the air deeply again.
  • Spring is when life’s alive in everything.
  • No winter lasts forever; no spring skips its turn.
  • The deep roots never doubt spring will come.
  • A flower blossoms for its own joy.
  • Spring adds new life and new beauty to all that is.
  • Spring unlocks the flowers to paint the laughing soil.
  • If you’ve never been thrilled to the very edges of your soul by a flower in spring bloom, maybe your soul has never been in bloom.
  • Spring shows what God can do with a drab and dirty world.

বসন্তের শুভেচ্ছা স্ট্যাটাস

আরো কিছু বসন্তের স্ট্যাটাস আপনাদের জন্য দিয়ে দিলাম। কাউকে বসন্তের শুভেচ্ছা জানাতে এসকল স্ট্যাটাস ব্যবহার করতে পারেন।

  • নতুন ঋতু বসন্ত এসে গেছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা।
  • বসন্ত তৃষ্ণার্ত শীতের ভালোবাসার ঝর্ণা। শুভ বসন্ত!
  • বসন্ত নতুন জীবন এবং নতুন সৌন্দর্য যোগ করে।
  • ভালোবাসার মানুষকে ঘিরেই জীবনের সব শরৎ-বসন্ত।
  • বহুদিন বসন্ত আসে না… তাই পুরাতন বসন্তের ছবি দেখি…. বসন্তের শুভেচ্ছা জানাই সবাইকে!
  • বসন্ত ছুঁয়েছে আমাকে ঘুমন্ত মন তাই জেগেছে এখন যে প্রয়োজন তো মা কে নিঃসঙ্গ এই হৃদয়ে।।
  • আবার এল যে বসন্ত ঋতু, চারদিকে কত হলুদে ফুলে ছড়িয়া প্রাকৃতি কে করিল মোহনীয় ভরিয়া, ফুল ফুটুক আর নাই ফুটুক, তুমি বসন্ত ঋতু রাজ বলিয়া, সবাই তোমার আগমনী বার্তার অপেক্ষায় চাহিয়া…
  • সে প্রথমবার এসেছিল বসন্ত ফাগুনে, এসেছিল কোকিলের কুহুতান নিয়ে এসেছিল রবীন্দ্রনাথের গীতবিতান নিয়ে নদীর কূল, পাহাড়ি ফুল মাড়িয়ে এসেছিল, আমি ছিলাম ঠায় দাঁড়িয়ে সে প্রথমবার এসেছিল একাকী জীবনে।
  • আকাশে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে।
  • পলাশের নেশা মাখি চলেছি দু’জনে বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে।
  • বসন্ত এসে গেল.. বসন্ত এসে গেল..
  • জীবনের ব্যস্ততা করেছে গ্রাস অবিরাম ছুটছি আমি একা, একা চারিপাশ ছিল বসন্ত তবু স্বপ্নেরা আজ ক্লান্ত নেইকো ছুটি এ জীবন পরিশ্রান্ত লিখতে চাই বহু কিছু কি পেলাম, কি যে হারালাম!!! বসন্তের শুভেচ্ছা!
  • সবাইকে পহেলা ফাল্গুনের রঙীন বসন্তের শুভেচ্ছা।
  • আজি এ বসন্ত দিনে, বাসন্তী রঙ ছুয়েছে মনে; মনে পরে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে!!
  • মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে।
  • কখনও বসন্ত কখনও শ্রাবন আর তো ভাল লাগে না।
  • ওগো গোলাপ তুমি ঝড়িয়ে যেও না আমি বসন্ত হয়ে ফুটবো তোমার ললাটে।
  • আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর।
  • আজি বসন্ত জাগ্রত দ্বারে। তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে কোরো না বিড়ম্বিত তারে।
  • বসন্ত তার গান লিখে যায় ধূলির পরে কী আদরে। তাই সে ধূলা ওঠে হেসে বারে বারে নবীন বেশে, বারে বারে রূপের সাজি আপনি ভরে কী আদরে।

বসন্তের স্ট্যাটাস ছবি

বসন্তের স্ট্যাটাস ছবি ১

বসন্তের স্ট্যাটাস ছবি ২

বসন্তের স্ট্যাটাস ছবি ৩

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

আর্টিকেলটি সম্পর্কিত কিছু প্রশ্ন ও প্রশ্নের উত্তর চলুন জেনে নেই।

বসন্তের স্ট্যাটাসগুলো কি কি কাজে ব্যবহার করা যাবে?

আর্টিকেলে থাকা বসন্তের স্ট্যাটাসগুলো সোসাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে, কাউকে বসন্তের শুভেচ্ছা জানাতে, ক্যাপশন দেওয়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

বসন্তের স্ট্যাটাসগুলো কি কপি করা যাবে?

হ্যাঁ। আর্টিকেলে থাকা বসন্তের স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্তের শুভেচ্ছা ছন্দ আপনি সহজেই কপি করতে পারবেন। তবে সম্পূর্ণ আর্টিকেল কপি করে অন্যত্র প্রকাশ করার অনুমতি নেই।

নিজের লেখা একটি বসন্তের স্ট্যাটাস আর্টিকেলে যুক্ত করা যাবে?

জ্বি। আপনি চাইলে আপনার নিজের লেখা বসন্তের স্ট্যাটাস এই আর্টিকেলে যুক্ত করতে পারবেন। এজন্য আপনাকে স্ট্যাটাসটি লিখে কমেন্ট করতে হবে। আপনার কমেন্ট করা স্ট্যাটাসের মান যদি ভালো হয় তবে তা আমরা আর্টিকেলে যুক্ত করব।

উপসংহার

আর্টিকেলে সেরা সকল বসন্তের স্ট্যাটাস, বসন্ত নিয়ে ক্যাপশন, বসন্তের শুভেচ্ছা ছন্দ আপনাদের নিকট শেয়ার করার চেস্টা করেছি। আশা করছি আর্টিকেলে থাকা স্ট্যাটাসগুলো আপনার ভালো লেগেছে। স্ট্যাটাসগুলো কেমন লেগেছে এই বিষয়ে মতামত জানাতে কমেন্ট করুন। বসন্ত এসে গেছে বলে আপনি কেমন অনুভুতি হচ্ছে সেটিও কমেন্টে জানাতে পারেন।

সম্ভব হলে আর্টিকেলটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধবের সাথে যাতে করে তারাও সহজেই বসন্ত নিয়ে এসকল সেরা স্ট্যাটাস পড়তে পারে। নিয়মিত ভিজিত করুন আমাদের ওয়েবসাইটে এই ধরনের আরো অনেক স্ট্যাটাস পেতে। ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজ /TuneBN.Official কে যাতে করে সকল পোস্টের আপডেট আপনি সহজেই পেয়ে যান।

ধন্যবাদ আপনাকে এতক্ষণ টিউনবিএনের সাথে যুক্ত থাকার জন্য।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.