Jonmo NibondhonGovernment Info

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম 2024

জন্ম নিবন্ধন কিভাবে সহজে অনলাইনে চেক করবেন তা নিয়ে বিস্তারিত টিউন

জন্ম নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম নিয়ে আজকের এই টিউনটি।

বর্তমান সময়টা অনলাইন ভিত্তিক। এই সময়ের বেশিরভাগ কাজ অনলাইনের সাহায্যে হয়ে থাকে। এতে করে কাজটি করতে যেমন খাটাখাটি করতে হয় না তেমনি সময়ও বাচে। এর পাশাপাশি যেকোন সময়ে যেকোন জায়গায় বসে এই কাজগুলো করার যায়।

বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু ভিন্ন কথা নয়। বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ। ঘরে বসে অনেক কাজ এখন আমরা অনলাইনের সাহায্যে করতে পারছি।

এখন আসি জন্ম নিবন্ধনের কথায়। জন্ম নিবন্ধন প্রত্যক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কোন বাচ্চার স্কুলে ভর্তি হওয়া থেকে সেই বাচ্চা বড় হয়ে যখন কোন চাকরীর জন্য আবেদন করবে তখনো তার জন্ম নিবন্ধন লাগবে।

আর এখন, জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার পাশাপাশি অনলাইনে জন্ম নিবন্ধনের জন্য আবেদনও করা যায়। যেহেতু এই টিউনটি অনলাইনে জন্ম নিবন্ধন চেক করার নিয়ম সম্পর্কে তাই আবেদন করা নিয়ে অন্য কোন টিউনে আলোচনা করা হবে।

কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইনের যাচাই করবেন এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে এই আর্টিকেলটি পড়ুন – জন্ম নিবন্ধন যাচাই করার সঠিক নিয়ম দেখে নিন | অনলাইনে PDF সহ

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার নিয়ম

অনলাইনে জন্ম নিবন্ধন চেক করা তেমন কঠিন একটি কাজ নয়। মাত্র দুই মিনিটের ভিতরে আপনি অনলাইনে চেক করতে পারবেন। নিচের দেখানো ধাপ গুলোন মেনে কাজ করুন। যদি জন্ম নিবন্ধন চেক করতে কোন সমস্যার সম্মুখীন হন বা কোন প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করতে পারেন।

Total Time: 2 minutes

ধাপ ১ঃ জন্ম নিবন্ধন সনদটি আপনার হাতে নিন

জন্ম সনদপত্রের ছবি

প্রথমে আপনার জন্ম নিবন্ধন/ জন্ম সনদটি হাতে কাছে নিন। আপনি আপনার জন্ম নিবন্ধনে/ জন্ম সনদে ১৭ ডিজিটের একটি নাম্বার দেখতে পারবেন। এটি হলো আপনার রেজিস্টেশন নাম্বার (ইংরেজিতে Birth Registration Number) অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করার জন্য এই নাম্বারটি আমাদের কাজে লাগবে। এটি ছাড়াও আপনার বার্থডে/ জন্ম তারিখও লাগবে।

ধাপ ২ঃ everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার ওয়েবসাইটের স্কিনশট

এবার আপনি নিচের লিংকে ভিজিট করুন। এই ওয়েবসাইটটি জন্ম নিবন্ধন পরীক্ষা করার জন্য বাংলাদেশ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট। লিংক – https://everify.bdris.gov.bd/

ধাপ ৩ঃ তথ্য দিয়ে ফর্ম পূরণ করে সাবমিট করুন

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার ওয়েবসাইটের স্কিনশট

এবার এখানে আপনি আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার (Birth Registration Number) এবং জন্ম তারিখ (Birth Date) লিখে সাবমিট করুন (সাবমিট করার আগে যদি ক্যাপচার আসে তাহলে সেটা অবশ্যই পূরণ করে নিবেন)। তথ্য দুইটি সঠিকভাবে দিয়ে সাবমিট করার পর আপনি আপনার জন্ম নিবন্ধন দেখতে পারবেন।

ধাপ ৪ঃ জন্ম নিবন্ধন সনদ অনলাইনে চেক করুন

জন্ম নিবন্ধন অনলাইনে দেখলে যেমন দেখাবে

ফরমটি সাবমিট করার পর কম্পিউটার বা মোবাইলের স্কিনে আপনার জন্ম নিবন্ধন সনদটি দেখতে পারবেন। এবার আপনি আপনার জন্ম নিবন্ধনের তথ্যগুলো যাচাই আছে কি না তা চেক করে নিন।

ধাপ ৫ঃ জন্ম নিবন্ধন অনলাইনে চেক সম্পন্ন

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার প্রিন্ট কপি

আপনার জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা সম্পন্ন হলে ওয়েবসাইটটি ক্লোজ করে দিন। পুনারায় নতুন কোন জন্ম নিবন্ধন চেক করতে চাইলে ধাপ ১ থেকে আবার নতুন করে প্রক্রিয়াটি শুরু করুন। আর আপনি যদি আপনার চেক করা জন্ম নিবন্ধনটি প্রিন্ট করাতে চান তাহলে কম্পিউটারের কী-বোর্ডে Ctrl+P এক সাথে চেপে ধরুন এবং প্রিন্ট করে নিন।

এভাবে অতি সহজেই আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই করে নিতে পারবেন। তবে আপনার জন্ম নিবন্ধন নাও আসতে পারে।

জন্ম নিবন্ধন অনলাইনে না আসার কারণ?

অনলাইনে আপনার জন্ম নিবন্ধন না আসার তিনটি কারণ হতে পারে –

  • আপনার জন্ম নিবন্ধন ডাটাবেইজে না থাকলে।
  • রেজিস্ট্রেশন নাম্বার ভুল দিলে।
  • জন্ম তারিখ ভুল দিলে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী

টিউনটি নিয়ে কিছু FQA জেনে নেওয়া যাক। যা আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার জন্য কি টাকা লাগবে?

না। জন্ম নিবন্ধন অনলাইনে চেক করার জন্য কোন টাকার প্রয়োজন নেই। শুধু ইন্টারনেট কানেকশন এর প্রয়োজন হবে এবং একটি কম্পিউটার বা এন্ড্রয়েড ডিভাইস।

জন্ম নিবন্ধন নিবন্ধন অনলাইন করণ করতে কি করতে হবে?

আপনার জন্ম নিবন্ধন অনলাইন করণ করতে হলে আপনাকে অনলাইনে নিবন্ধন করতে হবে।

জন্ম নিবন্ধন অনলাইনে থাকার সুবিধা কি?

বর্তমান সময়টা ডিজিটাল সময়। বাংলাদেশ সরকার বাংলাদেশকে ডিজিটালায়ন করার জন্য জন্ম নিবন্ধন অনলাইনকরণয়ের সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে জন্ম নিবন্ধন থাকলে অনলাইনের মাধ্যমে যেকোন কাজ সহজে করা যাবে। যেমনঃ ভর্তি ফোরাম, ই-পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক না হওয়ার কারণ কি?

আপনার জন্ম নিবন্ধন যদি অনলাইন চেক না হয় তাহলে বুঝে নিতে হবে যে আপনার জন্ম নিবন্ধনটি না অর্থাৎ জন্ম নিবন্ধন সার্ভারে আপনার জন্ম নিবন্ধন কপিটি নেই।

জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে কি হবে?

জন্ম নিবন্ধন অনলাইনে না থাকলে অনেক সমস্যার সুম্মুখীন হতে হবে আপনাকে। বিশেষ করে স্কুল-কলেজে ভর্তির সময় জন্ম নিবন্ধন অনলাইন থাকা বাধ্যতামূলক। এছাড়াও পরবর্তীতে ভোটার আইডি কার্ডের আবেদনের জন্য জন্ম নিবন্ধনে অনলাইন কপি থাকতে হবে।

এই ছিল জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা নিয়ে সচারচর জিজ্ঞাসিত কিছু প্রশ্নাবলী। আপনার যদি আরো কোন জিজ্ঞাসা থাকে তাহলে সেটি কমেন্টের মাধ্যমে জানান। আমি চেস্টা করব আপনার জিজ্ঞাসিত প্রশ্নের যথাযথ উত্তর দিতে।

উপসংহার

এভাবে আপনি খুব সহজে আপনি আপনার জন্ম নিবন্ধন অনলাইনে চেক বা যাচাই করে নিতে পারবেন। আশা করছি টিউনটি আপনার ভালো লেগেছে। যদি কোথাও কোন সমস্যা হয় তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সম্ভব হলে টিউনটি আপনি আপনার বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে।

জন্ম নিবন্ধন অনলাইনে চেক করা খুব একটা কঠিন কাজ না। তবে যারা জানেন না তাদের কাছে এটি কঠিন মনে হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থেকে টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Imran Hossan

I am Imran, a student with the dream of becoming a professional developer, I love to explore, explore, learn interesting things on the Internet.

Related Articles

2 Comments

  1. আমি আমার নিজের কাছের মানুষ এর জন্য একটি জন্ম নিবন্ধন বয়স বাড়াতে চাই

    1. অনলাইন কপি করা থাকলে আপনাকে অনলাইনে এর জন্য আবেদন করতে হবে। অনলাইন কপি করা না থাকলে অনলাইনের মাধ্যমে নতুন করে আবেদন করতে পারবেন। সেখানে বয়স বাড়াতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Hey Dear!! Thank you for visit on TuneBN. Please Disable your AD Blocker to continue browsing.